বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্যে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদরুল আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভার আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে সচেতনতা মুলক র‌্যালী বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০২:০৫   ১২৪ বার পঠিত