আইনজীবী নেতৃবৃন্দের সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনজীবী নেতৃবৃন্দের সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



আইনজীবী নেতৃবৃন্দের সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক

আইনজীবী নেতৃবৃন্দের সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের নিয়মিত বৈঠকে পর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিকেলে বৈঠক করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন।

আইনজীবী নেতৃবৃন্দ হলেন-সুপ্রিম কোর্ট বার এর সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মনজিল মোরসেদ, ব্যারিস্টার কায়সার কামাল ও মো আফজাল এইচ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বলেছেন, কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করবে। এরই অংশ হিসেবে আজ আইনজীবী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

কমিশনের নিয়মিত বৈঠক শেষে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সার্বিক কর্মপরিকল্পনার মধ্যে মামলার বিলম্ব নিরসন এবং সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবের উপর জোর দেয়া হচ্ছে। তিনি বলেন,
‘৯০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। এখন থেকে প্রতি রবিবার ও বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠক বসবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক বলেন, ‘সুপ্রিম কোর্টের জজ (বিচারপতি) নিয়োগের পদ্ধতি ও মানদন্ড কেমন হবে- তা নিয়ে আলোচনা চলমান আছে। এর পাশাপাশি দেশে পূর্বে ও বর্তমানে প্রচলিত আইনসমূহ এবং একই ধরনের লিগ্যাল সিস্টেমের অন্যান্য দেশে প্রচলিত পদ্ধতি সমূহের তথ্য সংগ্রহ করে আমরা সংস্কারের সম্ভাব্য দিকগুলো বিবেচনা করছি।’

তিনি আরো বলেন,’কমিশনের বর্তমান প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের (অংশীজন) সাথে আলোচনা করবো। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছিলো এবং এর পরিপ্রেক্ষিতে আজ তাদের সাথে আলোচনায় বসেছে কমিশন।

এ সময় তিনি আরও জানান , ‘সরকার নোটিফিকেশনে স্পষ্টভাবে তার পলিসি জানিয়ে দিয়েছেন, আমরা ঠিক সেই আলোকেই কাজ করবো’।

বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে প্রধান করে এই কমিশন গঠন করে ওইদিনই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিচার বিভাগ সংস্কার কমিশনে সদস্য হিসেবে রয়েছেন-বিচারপতি এমদাদুল হক

(হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ), বিচারপতি ফরিদ আহমেদ শিবলী (হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ), সাইয়েদ আমিনুল ইসলাম (সাবেক জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার), মাজদার হোসেন

(সাবেক জেলা ও দায়রা জজ এবং মাজদার হোসেন বনাম রাষ্ট্র মামলার বাদী), তানিম হোসেন শাওন (সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট), ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের এসোসিয়েট প্রফেসর কাজী মাহফুজুল হক (সুপন) এবং শিক্ষার্থী প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৬   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র খড়কুটার মতো ভেসে যাবে : বাবুল
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ডা. জাহিদ
‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান
কঠোর নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, যা জানালেন প্রেস সচিব
৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির
পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ ইসলাম
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ