রাজধানীতে বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



রাজধানীতে বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আগামী ৮ নভেম্বর সর্ববৃহৎ র‌্যালি করে ইতিহাস গড়বে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ওই দিন র‍্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর র‍্যালি হবে। র‍্যালিতে ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবে।

সোমবার (৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা ৩টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করবে। সেখানে অংশ নেবে ঢাকার জনগণ। এমন একটি র‍্যালি হবে, যা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬ তারিখ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে।

আজকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে পালনে যেন ব্যর্থ হয়, সেই জন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের লুষ্ঠিত অর্থ ও বিভিন্ন ধরনের যে-সব অস্ত্রের লাইসেন্স নিয়েছে, তা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন সংগঠনের নামে রাস্তায় নামছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:০৪:০৮   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অপরাধ কমাতে সাইনবোর্ডে পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা
যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
৩৫ বছর পর প্রাণ ফিরে পেল রাকসু, নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: চরমোনাই পীর
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার : ইসি সচিব
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
মেয়ের জীবন বাঁচাতে আকুতি, বিত্তবানদের দিকে চেয়ে বাবা-মা
জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার ঐতিহাসিক দলিল : সালাহউদ্দিন
বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ