‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হয় না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হয় না’
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হয় না’

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল কখনো ভালো কিছু বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে; আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেণ। স্বাধীনতা ফোরাম এ সভার আয়োজন করে।

সভায় গয়েশ্বর বলেন, ‘যাদের নিষিদ্ধ ঘোষণা করব, তারা তো নিজেরাই নিজেদের নিষিদ্ধ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
একটা বিবৃতিতে দেওয়ারও লোক নেই, স্লোগান দেওয়ার লোকও নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এত দিন আইন মানেননি, এখন আইনকে ভয় পাচ্ছেন। ভয় না পেলে দেশ ছেড়ে পালাতেন না; তাহলে কারাগারে থাকতেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর বিষয়ে তিনি বলেন, ‘এত অপরাধ করে পালিয়ে গেল, এদের পালিয়ে যেতে সহযোগিতা করল কারা? এ ব্যাপারে জুলাই বিপ্লবে যেসব ছাত্র-জনতা নেতৃত্ব দিয়েছেন, তাদের মতামত জানতে ইচ্ছে করছে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতাকে ‘মাথার মুকুট’ অভিহিত করে গয়েশ্বর রায় বলেন, ‘বিভিন্ন ইস্যুতে তারা আমাদের মতামত চান; আমাদের আসামির কাঠগোড়ায় দাঁড় করান। তারা নানা ইস্যুতে আমাদের অবস্থান সুস্পষ্ট করার কথাও বলে থাকেন।’

ছাত্র-জনতাকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশ গঠন করার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যার যেটুকু করা উচিত, সেটুকু করলে দেশের মানুষ খুশি হবে।
এই যে বলছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ করেন, এ বিষয়ে বিএনপির অবস্থান সুস্পষ্ট করুন। আমার প্রশ্ন, বিএনপি কি রাষ্ট্রীয় ক্ষমতায়?

বাংলাদেশ সময়: ২২:৩০:০৪   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রিজাইডিং কর্মকর্তাদের ডিসি বললেন, মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
ধানের শীষ-খেজুর গাছের পক্ষে কাজ করবেন: সাখাওয়াত
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ