‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হয় না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হয় না’
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



‘রাজনৈতিক দল নিষিদ্ধ করে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল ভালো হয় না’

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে ক্ষমতা নিরঙ্কুশ করার ফল কখনো ভালো কিছু বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে; আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেণ। স্বাধীনতা ফোরাম এ সভার আয়োজন করে।

সভায় গয়েশ্বর বলেন, ‘যাদের নিষিদ্ধ ঘোষণা করব, তারা তো নিজেরাই নিজেদের নিষিদ্ধ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
একটা বিবৃতিতে দেওয়ারও লোক নেই, স্লোগান দেওয়ার লোকও নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এত দিন আইন মানেননি, এখন আইনকে ভয় পাচ্ছেন। ভয় না পেলে দেশ ছেড়ে পালাতেন না; তাহলে কারাগারে থাকতেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর বিষয়ে তিনি বলেন, ‘এত অপরাধ করে পালিয়ে গেল, এদের পালিয়ে যেতে সহযোগিতা করল কারা? এ ব্যাপারে জুলাই বিপ্লবে যেসব ছাত্র-জনতা নেতৃত্ব দিয়েছেন, তাদের মতামত জানতে ইচ্ছে করছে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতাকে ‘মাথার মুকুট’ অভিহিত করে গয়েশ্বর রায় বলেন, ‘বিভিন্ন ইস্যুতে তারা আমাদের মতামত চান; আমাদের আসামির কাঠগোড়ায় দাঁড় করান। তারা নানা ইস্যুতে আমাদের অবস্থান সুস্পষ্ট করার কথাও বলে থাকেন।’

ছাত্র-জনতাকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশ গঠন করার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যার যেটুকু করা উচিত, সেটুকু করলে দেশের মানুষ খুশি হবে।
এই যে বলছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধ করেন, এ বিষয়ে বিএনপির অবস্থান সুস্পষ্ট করুন। আমার প্রশ্ন, বিএনপি কি রাষ্ট্রীয় ক্ষমতায়?

বাংলাদেশ সময়: ২২:৩০:০৪   ৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্যাটারি প্লেট উৎপাদন কারাখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে বেপজার চুক্তি
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২
হাওর ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত : মৎস্য উপদেষ্টা
সিঙ্গাপুরের মন্ত্রী ফু’র সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে
কেউ কেউ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে: ড. মোশাররফ
কুমিল্লা বিমানবন্দরে ৩০ বছরেও নেই ফ্লাইটের কার্যক্রম
তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত
আসাদের পতনে ইরানের ক্ষমতা কমে যায়নি: আইআরজিসি
সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ