শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা যাবে না: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা যাবে না: গিয়াসউদ্দিন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা যাবে না: গিয়াসউদ্দিন

দিদার আলমের পরিবার এই কদমতলী এলাকার উন্নয়নে অংশীদার। এই পরিবারের সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্র বয়স থেকে। আমার প্রতিটি নির্বাচনে দিদার আলম নিজ থেকে দায়িত্ব পালন করেছেন। কদমতলী আদমজী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।’

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের সামনে এই কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার আলমের মৃত্যুতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে দিদার আলম হামলা মামলার শিকার হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রগামী। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে দলীয় করণ করা যাবে না। অনেক ত্যাগের বিনিময়ে এ নতুন বাংলাদেশ পেয়েছি। সমাজে যারা চারিত্রিক গুণাবলী সমৃদ্ধ মানুষকে সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠায় সূযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। অবৈধ সম্পদশালীকে সমাজের কোন ভালো কাজে সুযোগ দেয়া যাবে না। গুনীজনকে সম্মান দিতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে ভালো মানুষকে কদর দিতে হবে।

দিদার আলমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের সকল সদস্যের দিদার আলমের জীবনাদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এনসিসি ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম আসলাম, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এড. মাসুদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শামীম আহমেদ ঢালী, এডভোকেট হাবিবুর রহমান মাসুম, রানা হক, প্রয়াত দিদার আলমের ভাতিজা মোঃ শুভ, আবির ও শান্ত প্রমূখ ।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৭   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২
হাওর ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত : মৎস্য উপদেষ্টা
সিঙ্গাপুরের মন্ত্রী ফু’র সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে
কেউ কেউ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে: ড. মোশাররফ
কুমিল্লা বিমানবন্দরে ৩০ বছরেও নেই ফ্লাইটের কার্যক্রম
তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত
আসাদের পতনে ইরানের ক্ষমতা কমে যায়নি: আইআরজিসি
সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ ফেলে পালাল পাচারকারী
কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ