বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ হাইকমিশনারের প্রতি আহ্বান তৌহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ হাইকমিশনারের প্রতি আহ্বান তৌহিদের
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ হাইকমিশনারের প্রতি আহ্বান তৌহিদের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট আন্দোলনের বিষয়ে সঠিক তথ্য যুক্তরাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আমাদের অবস্থান তুলে ধরতে তাকে (পররাষ্ট্র মন্ত্রনালয়ে) আমন্ত্রণ জানিয়েছিলাম এবং বাংলাদেশের সঠিক চিত্র তার সরকারের কাছে তুলে ধরতে অনুরোধ করেছি।’ বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে গত ২ ডিসেম্বর পার্লামেন্টে কতিপয় ব্রিটিশ আইনপ্রণেতা ভুল তথ্য তুলে ধরেছেন বলে তৌহিদ উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি তাকে (কুক)

জানিয়েছি, তাদের বক্তৃতায় বাংলাদেশের প্রকৃত সত্য প্রতিফলিত হয়নি। আমি তাকে তার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সত্য জানাতে অনুরোধ করেছি।’ জবাবে কুক বার্তাটি পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন এবং এ ছাড়াও, লন্ডনে বাংলাদেশ মিশনও সঠিক বার্তাটি পৌঁছে দিতে পদক্ষেপ নিতে পারে বলে তিনি পরামর্শ দিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি বিবৃতিও তুলে ধরেন, যেখানে ৫ আগস্টের পর বাংলাদেশে আরও বেশি লোক নিহত হয়েছে অভিযোগ করা হয়েছে। তৌহিদ বলেন, ‘তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ৫ আগস্টের আগে প্রায় ১ হাজার ৫০০ জন নিহত হয়েছে এবং বিবৃতিটিতে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনাগুলোকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি তাকে ব্যাখ্যা করেছি।’ উপদেষ্টা ৫ আগস্টের আগে রাস্তায় গুলি করে হত্যা করা শিক্ষার্থীদের সংখ্যার মতো মূল তথ্যগুলো বাদ দেওয়ার কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, “আমি তাকে (কুক) জানিয়েছি, এই ভুল বর্ণনায় আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি।” তৌহিদ জোর দিয়ে বলেন, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশে নৃশংসতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে সত্য ঘটনা অবহিত করা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৭   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
সুনামগঞ্জে বিজয় দিবস উদযাপন উপকমিটির সভা
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন
পাট খাতের ভুলের পুনরাবৃত্তি বস্ত্র খাতে হবে না : বাণিজ্য উপদেষ্টা
দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার কুক
এমবাপ্পের জোড়া গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১২
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ