ব্রিটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হলেন মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হলেন মির্জা ফখরুল
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



ব্রিটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হলেন মির্জা ফখরুল

যুক্তরাজ্যের লন্ডনে ‘ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের একটি চ্যারিটি সংস্থার অনারারি লাইফ মেম্বার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বর্তমানে লন্ডনে সফররত মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ পরিদর্শন করতে গেলে তাকে ট্রাস্টের পক্ষ থেকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়।

এ সময় চ্যারিটি সংস্থার অ্যাডভাইজার আ স ম মাসুম বিএনপি মহাসচিবকে বাংলাদেশসহ ব্রিটেন ও আফ্রিকায় ব্রিটিশ-বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

চ্যারিটি সংস্থার চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, চিফ এডভাইজার কামাল আহমেদসহ অন্যান্য অ্যাডভাইজার ও স্বেচ্চাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যারিটি কতৃপক্ষের সাথে আলাপকালে বলেন, ‘আমি এ চ্যারিটির অংশ হতে পেরে সত্যিই গর্বিত। এই চ্যারিটি বিশ্ব মানবতার জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের। এ সংস্থা বাংলাদেশের আর্ত মানবতার সেবায় আরও কাজ করে যাবে বলেও তিনি প্রত্যাশা করেন।’

আজ রোববার ( ৮ ডিসেম্বর) ঢাকা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’র চিফ অ্যাডভাইজার কামাল আহমেদ বিএনপি মহাসচিবের অবগতির জন্য জানান, এ সংস্থাটি ২০১২ সাল থেকে ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি, আফ্রিকা ও বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ব্রিটেনের লোকাল গভর্নমেন্টের ফান্ডিং নিয়ে এ সংস্থার অধীনে ‘স্কিল ডেভলপমেন্ট, ‘স্বাস্থ্য সচেতনতার জন্য বাগান করা’ ও ‘কষ্ট অব লিভিংয়ের’ বেশ কিছু প্রকল্পে কাজ চলছে।

ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, ‘আমাদের চ্যারিটি বাংলাদেশে ও আফ্রিকায় কাজ করলেও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে আমরা অনেক কাজ করে যাচ্ছি। আমাদের চ্যারিটির অনারারি লাইফ মেম্বার হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্ভুক্তি আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।’

তিনি জানান, ব্রিটেনের কমিউনিটিতে ইতিবাচক অবদান রাখায় ইতিমধ্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রিটেনের রাজার অফিস থেকে ৫ বার লিখিতভাবে প্রশংসাপত্র পেয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫৬   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ