হবিগঞ্জে ঘন কুয়াশায় ৪টি সড়ক দুর্ঘটনায় আহত ২৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে ঘন কুয়াশায় ৪টি সড়ক দুর্ঘটনায় আহত ২৫
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



হবিগঞ্জে ঘন কুয়াশায় ৪টি সড়ক দুর্ঘটনায় আহত ২৫

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জে ঘন কুয়াশার কারণে আজ ৪টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার বাহুবল উপজেলার ফায়ার সার্ভিসের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়।
এরপর একই মহাসড়কের বাগানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ৫ জন গুরুতর আহত হন।
এদিকে সকাল ৮টার দিকে একই মহাসড়কের চলিতাতলা ও মুগকান্দি মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ৯ যাত্রী আহত হয়।
পুলিশ জানায়, সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হলে বাসের ৯ যাত্রী আহত হয়।
অপরদিকে দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
৪টি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিটি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আহত কয়েকজন যাত্রী জানান, কুয়াশার কারণে সড়কে কিছুই দেখা যায় না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর পরও এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, মূলত মহাসড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, প্রতিটি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে হয়েছে। মহাসড়কে দুই হাত পর কিছুই দেখা যায় না। কুয়াশা বাড়াতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৯   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আগেই বেড়ে গেল তেলের দাম
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে : রিজভী
নেইমারের গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত জয় পেল সান্তোস
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে মহিষ-ভারতীয় পণ্যসহ ৭ গাড়ি জব্দ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ