ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরও ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরও ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরও ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইউক্রেনের জন্য নতুন করে আরও ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী করার জন্য এ সহায়তা ঘোষণা করে। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্যাকেজ এটি।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঘোষিত প্যাকেজের মধ্যে রয়েছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাঁজোয়া যান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম।

রিপাবলিকান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনে সহায়তা কমিয়ে দেবে। প্রায় তিন বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে।

এই মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে ৭২ কোট ৫০ লক্ষ মার্কিন ডলার পরে ৯৮ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করে।

ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন। তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিতে কাজ করছে।

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনকে সহায়তা করতে।

২০২২ সালে রাশিয়া আগ্রাসন শুরু করার পর ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সমর্থন দেওয়ার জন্য একটি জোট গঠন করে।

ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা তখন থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য সুরক্ষা সহায়তা প্রদান করেছে যা কিয়েভকে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করতে সহায়তা করেছে।

বাংলাদেশ সময়: ১৭:২০:৪২   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ