ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল ১ মাস আগে: ওসি মাজহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল ১ মাস আগে: ওসি মাজহার
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল ১ মাস আগে: ওসি মাজহার

এক মাস আগে ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল জানিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। ডাকাতিতে সফল হলে তাদের বড় গ্যাং তৈরির পরিকল্পনা ছিল। সবচেয়ে বড় কথা, তারা এক মাস আগেই এ নিয়ে পরিকল্পনা করেছিল। এরপর একাধিকবার রেকি করে পরে ব্যাংকে হানা দেয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাজহারুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার মামলা করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কেউ আছে কি না তা জানতে তিন আসামিকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

তিনি বলেন, ডাকাতির সঙ্গে এখন পর্যন্ত ব্যাংকের কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে।

সিসিটিভির হার্ডডিস্ক এখনও পাওয়া যায়নি জানিয়ে ওসি আরও বলেন, ব্যাংকে ঢুকেই সিসিটিভির হার্ডডিস্ক খুলে ফেলে তারা। পরে আর তা খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা করে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েক শ’ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৪   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফার্মগেট-মালিবাগে অবৈধভাবে বিক্রি হচ্ছিল ওয়াকিটকি সেট-যন্ত্রাংশ
পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র
জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যা করেন কবিরাজ
ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় : দুলু
লাইভ শেষে অফিসে ফেরা হলো না সাংবাদিক তরিকুলের
সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি
এবার নেপালের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
ফরিদপুরে মহাসড়ক অবরোধে গিয়ে হিটস্ট্রোকে ‘আন্দোলনকারীর’ মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ