জামালপুরে গেট কিপারের অবহেলায় ভয়াবহ ট্রেন ট্রাকের সংঘর্ষ, আহত- ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গেট কিপারের অবহেলায় ভয়াবহ ট্রেন ট্রাকের সংঘর্ষ, আহত- ৩
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



জামালপুরে গেট কিপারের অবহেলায় ভয়াবহ ট্রেন ট্রাকের সংঘর্ষ, আহত- ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে গেট কিপারের অবহেলায় রেল ক্রসিংয়ে ট্রেন ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে এবং পাঁচ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

বুধবার(৮ জানুয়ারি) ভোর পাঁচটায় পৌরসভার তালুকদার বাড়ী মোড় সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেল চালক মোঃ সামছুল হক(৫৫) ট্রাকের ড্রাইভার মজনু তালুকদার(৫০) ও ট্রাকের হেলপার মহর আলী(৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি যখন তালুকদার বাড়ি রেল ক্রসিং অতিক্রম করছিল। সেই সময় পোগলদিঘা বয়ড়া বাজার থেকে ছেড়ে আসা ইউরিয়া সার ভর্তি ইলমা পরিবহন নামের একটি ট্রাক রেল ক্রসিংয়ে ঢুকে পড়ে। এসময় ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এবং রেলক্রসিং হতে প্রায় ২০০ মিটার দূরে দু খন্ডিত হয়ে খাদে পড়ে যায়। এঘটনায় ট্রেন চালকসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের নিজ এলাকা ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়।

তবে এই ঘটনায় যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের অভিযোগ গেট কিপারের অবহেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম কালবেলা কে জানান, রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের দুর্ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসি। এসে ফায়ার সার্ভিস ট্রিম ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দ্বিখন্ডিত ট্রাকের অংশবিশেষ রেল লাইনের উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করি। প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর ট্রেন ও যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এব্যাপারে জামালপুর রেলওয়ে (পি ডাব্লিউ) আবু সাঈদ কালবেলা কে জানান, গেট কিপারের রাত ১০টা হতে সকাল ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। সম্ভবত সে ঘুমিয়ে ছিল। তার দায়িত্বের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে জানান, ট্রেন ও ট্রাক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আহত ট্রেন চালকের বাড়ী ময়মনসিংহ সদরে এবং ট্রাক ড্রাইভার ও হেল্পারের বাড়ী টাংগাইল ভুয়াপুর ফসলন্দী গ্রামে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৪৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ