অল্প দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » অল্প দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ফখরুল
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫



অল্প দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন: ফখরুল

সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ফখরুল বলেন, ‘বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মত না। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া। যেখানে যা চেয়েছে, তাই পেয়েছে বিএনপি।’

নতুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছি না। ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না। আগেতো বিষয়টা সেটেলড হতে হবে। সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না। এই বিষয়গুলো ধারণ করতে হবে।’

গণ-অভ্যুত্থানে ত্যাগের পরও বিভক্তির রাজনীতি না করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের পেছনে সবচেয়ে বড় শক্তি প্রয়োজন, তা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। কিছু মানুষ কেন যেন ডেস্পারেট দেশ ও দেশের মানুষকে বিভক্ত করতে। এই বিভক্তির মধ্যে না যেতে দেশের মানুষ ও দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪০   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭
হাড়কাঁপানো শীতে জবুথবু ঠাকুরগাঁও
তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
তাইওয়ানের আশপাশে চীনা সামরিক মহড়া নিয়ে চিন্তার কিছু নেই, বললেন ট্রাম্প
খালেদা জিয়ার মৃত্যুতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের গভীর শোক
মিয়ানমারে প্রথম ধাপের নির্বাচনে জান্তা সমর্থিত দলের জয় দাবি
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া
বেগম জিয়ার মৃত্যুতে মমতার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোকসভা
বেগম জিয়ার জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ