প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় মোহামেডানের

প্রথম পাতা » খেলাধুলা » প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় মোহামেডানের
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় মোহামেডানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। এ জয়ে প্রথম লেগে শীর্ষেই থাকছে আলফাজ আহমেদের দল।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিনের অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। যা এবারের মৌসুমে প্রথম জয় বন্দর নগরীর দলের।

বিপিএলে দুর্দান্ত সময় পার করছে মোহামেডান। লিগে টানা ৮ ম্যাচে অপ্রতিরোধ্য সাদা-কালোরা। শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আলফাজ আহমেদের দল। এবার মোহামেডানকে থামাতে পারলো না ব্রাদার্স ইউনিয়নও।

ছুটির দিনে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দাপটে ফুটবল খেলে মোহামেডান। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে দলটা। প্রতিপক্ষের রক্ষণভেদ করতেও বেশিক্ষণ সময় নেয়নি মোহামেডান। ১২ মিনিটেই নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ইমানুয়েলের গোলে লিড নেয় সাদা কালোরা।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ব্রাদার্স। বিরতির আগে সুযোগও আসে তাদের সামনে। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স।

বিরতির পরও ম্যাচে ছড়ি ঘুরায় মোহামেডান। প্রতিপক্ষকে চাপে রাখে আলফাজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড দ্বিগুণ করার সুযোগ আসে মোহামেডানের সামনে। তবে জোড়া গোলের সে সুযোগ মিস করেন সানডে।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার পথেই ছিল ব্রাদার্স। তবে সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি গোপীবাগের ক্লাবটি। শেষ পর্যন্ত আর কোনো দল জালের দেখা না পাওয়ায় ১-০ গোলে জয় পায় মোহামেডান। এ জয়ে ৮ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও মজবুত করেছে আলফাজের দল।

মোহামেডানের অষ্টম জয়ের দিনে লিগে প্রথম জয়ের দেখা পেলো চট্টগ্রাম আবাহনী। পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে বন্দর নগরীর দলটা। এবারের মৌসুমে রেলিগেশনের তালিকায় সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধ্বে আক্রমণ পালটা আক্রমণ চললেও, গোল শূন্য সমতায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আসরের প্রথম গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। মোহাম্মদ ফাহিমের গোলে এগিয়ে যায় বন্দর নগরীর দল। বাকি সময় আর কোনো দল বল জালে জড়াতে না পারায় প্রথম জয় তুলে নেয় চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ