রিয়ালের সহজ জয়ের রাতে হারল বায়ার্ন

প্রথম পাতা » খেলাধুলা » রিয়ালের সহজ জয়ের রাতে হারল বায়ার্ন
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



রিয়ালের সহজ জয়ের রাতে হারল বায়ার্ন

চলতি চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ফর্ম সেরাদের মতো নেই। ধারাবাহিকতার অভাব দেখা পাওয়া গেছে আনচেলত্তির দলের মাঝে। তবে বুধবার (২২ জানুয়ারি) অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল। তবে রাতের বড় অঘটন ঘটিয়েছে ডাচ ক্লাব ফেইনুর্ড। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে তারা।

রিয়াল মাদ্রিদ ৫-১ সালজবুর্গ

সালজবুর্গের বিপক্ষে রিয়ালের ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে হোঁচট খায়নি আনচেলত্তির দল। অস্ট্রিয়ান ক্লাবটিতে স্রেফ উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম হাফে দুইটি আর দ্বিতীয় হাফে তিনটি গোল করে রিয়াল।

গোলের শুরুটা করেন রদ্রিগো। বেলিংহ্যামের পাস থেকে ম্যাচের ২৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। রিয়ালের দ্বিতীয় গোলটিও আসে এই জুটি থেকেই। ৩৪তম মিনিটে বেলিংহ্যামের ব্যাকহিল থেকে গোল করেন রদ্রিগো। দ্বিতীয় হাফের শুরুতেই দলকে তিন গোলের লিড এনে দেন এমবাপ্পে।

৫৮তম মিনিটে গোলের খাতায় নাম লেখান ভিনিসিউস। রিয়ালের শেষ গোলটিও আসে ভিনির পা থেকেই ৭৭তম মিনিটে। ম্যাচের ৮৫তম মিনিটে সান্ত্বনার গোল পায় সালজবুর্গ। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠে এলে রিয়াল।

ফেইনুর্ড ৩-০ বায়ার্ন মিউনিখ

একদিকে রিয়ালের সহজ জয়, অপরদিকে বায়ার্নের অপ্রত্যাশিত হার। রটারডামে প্রথম হাফে বায়ার্নের জালে দুই গোল করেন সান্তিয়াগো জিমেনেজ। ২১তম মিনিটে স্মালের বল পেয়ে দারুণ এক গোল করেন মেক্সিকান এই স্ট্রাইকার। প্রথম হাফের বাড়ানো সময়ে তিনটি সুযোগ পেয়েছিল বায়ার্ন। তবে গোল করতে ব্যর্থ হয় জার্মান ক্লাবটি। উল্টো ফেইনুর্ডকে পেনাল্টি উপহার দেয় তারা। বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান জিমেনেজ।

দ্বিতীয় হাফে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় বায়ার্ন। তবে ফেইনুর্ডের গোলরক্ষক সবগুলোই প্রতিহত করেন। নিধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি ঢোকান আয়েসে উয়েদা।

সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছে ফেইনুর্ড। আর টানা তিন জয়ের পর এই হারে ১৫ নম্বরে নেমে গেছে ভিনসেন্ট কোম্পানির দল বায়ার্ন। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১২।

বাংলাদেশ সময়: ১১:৪০:১৬   ৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ