পল্লবীতে চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পল্লবীতে চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



পল্লবীতে চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামি রাজন (৩৫) এবং রনিকে (২৬) গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-মিরপুর বিভাগ।

গত বুধবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজন ও রনিকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি চৌকস দল। পরে রাত ৩টার সময় গ্রেফতারকৃত রনির দেখানো মতে রাজধানীর পল্লবী থানাধীন স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচ থেকে ব্লেড বাবুর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি ২০২৫ বেলা ৩ টায় এলাকায় আধিপত্য বিস্তার এবং চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসী রাজন গ্রুপ এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি-সূত্রে আরো জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় এবং ২০ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫০ মিনিটে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি মো. মুরাদ (২৭) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

পরবর্তীতে ২৪ জানুয়ারি ২০২৫ মিরপুর-১০ নম্বর এলাকা হতে ইরফান হোসেন তুফান (১৯) কে এবং ২৬ জানুয়ারি ২০২৫ রাত ১টায় মামলার অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বি (১৮) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

পরবর্তীতে ২৬ জানুয়ারি ২০২৫ রাত ৮টায় পল্লবী থানাধীন কালাপানি এলাকা থেকে আরেক আসামি সাজ্জাদকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাজন ও রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫২   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে সরকারি স্কুলে শিক্ষার্থী ফেরানোয় প্রধান শিক্ষককে হুমকি
পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সুদানে যুদ্ধের কারণে শিশু অপুষ্টির হার দ্বিগুণ হয়েছে : ইউনিসেফ
নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
পরিবেশ অধিকারকে ‘মৌলিক’ অধিকার করার দাবি অ্যাটর্নি জেনারেলের
১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস’: আসিফ মাহমুদ
সুদানে যুদ্ধের কারণে শিশু অপুষ্টির হার দ্বিগুণ হয়েছে : ইউনিসেফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ