বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেয়া হয়।’

পোস্টে গত বছর স্পেশাল কাউন্সেল রবার্ট হারের দেয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, বাইডেন সজ্জন ও বয়স্ক। তার স্মৃতিশক্তি কম। তবে ওই সময়ে বাইডেন বলেছিলেন, তার স্মৃতিশক্তি ঠিক আছে।

বিবিসি বলছে, ট্রাম্প এরইমধ্যে চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। ওই গেয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছিলেন ট্রাম্প।

২০২১ সালে আমেরিকায় ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। বলেছিলেন, ‘ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তারা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৪২   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়তদের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ