কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

পুরো ম্যাচটায় আধিপত্য ছিল না এককভাবে। বরং কিছুটা নিষ্প্রাণ এক ম্যাচই খেলেছে দুই দল। তবে সময় যত গড়িয়েছে আর্জেন্টিনা ততটাই ভয়ঙ্কর হয়েছে। যদিও কাঙ্ক্ষিত গোল তাদের পাওয়া হচ্ছিল না। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর আর্জেন্টিনা পয়েন্ট খোয়ালেই পিছিয়ে যেত শিরোপার দৌড় থেকে।

সেটা অবশ্য হয়নি শেষ পর্যন্ত। ম্যাচের ৮৬ মিনিটে সুবিয়াব্রের গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।

ব্রাজিল এই মুহূর্তে অবস্থান করছে টেবিলের শীর্ষে। আর্জেন্টিনার সমান ৯ পয়েন্ট থাকলেও তারা এগিয়ে আছে গোল ব্যবধানে। এচেভেরি-সুবিয়াব্রেদের আর্জেন্টিনা আগের ম্যাচেও জয় পেয়েছিল ১ গোলের ব্যবধানে। তবে উরুগুয়ের জালে সেদিন ৪ গোল দিয়েছিল তারা। এদিন কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা পেতেই হিমশিম খেয়েছে তারা।

প্রথমার্ধে ক্লদিও এচেভেরির ফ্রিকিক ছাড়া আর কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টাইন যুবারা। দ্বিতীয়ার্ধে ক্লদিও এচেভেরি, সান্তিয়াগো হিদালগোরা মিস করেছেন সহজ সুযোগ। তা না হলে বাড়তে পারতো ম্যাচের ব্যবধান। ম্যাচের একেবারে শেষ সময়ে একক প্রচেষ্টায় দুজনকে পাশ কাটিয়ে গোল করেন সুবিয়াব্রে।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচে জয় নিয়ে শিরোপার পথে ভালোভাবেই টিকে আছে আর্জেন্টিনা। সেইসঙ্গে এই জয়ে ব্রাজিলের মতো তাদেরও অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৯   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ
জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ