আয়নাঘর ও জুলাই’র নৃশংসতা নথিভুক্ত হয়েছে : আসিফ মাহমুদ

প্রথম পাতা » ঢাকা » আয়নাঘর ও জুলাই’র নৃশংসতা নথিভুক্ত হয়েছে : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



আয়নাঘর ও জুলাই’র নৃশংসতা নথিভুক্ত হয়েছে : আসিফ মাহমুদস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আয়নাঘরের নৃশংসতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এতে ফ্যাসিস্টের সমর্থকরা তাদের অপকর্ম অস্বীকার করতে পারবে না।

তিনি বলেন, ‘আমরা গতকাল আয়নাঘর পরিদর্শন করেছি এবং তা বিশ্বকে দেখার সুযোগ করে দিয়েছি। বিশ্ববাসী সবকিছু দেখেছে, তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে সেগুলো অস্বীকার করছে। কিন্তু এবার এসব ঘটনা অস্বীকার করে কোনো লাভ হবে না। কারণ জুলাই মাসের তাদের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত এবং প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ‘আয়নাঘরও’ আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে এবং নথিটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য উৎসব ২০২৫’র সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, তারা এতদিন হত্যা ও গুমের মতো অপরাধ করে ক্ষমতায় টিকে ছিল। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তারা এখন জনসাধারণের শত্রু হিসেবে স্বীকৃত হবে।

তিনি বলেন, ‘তরুণ সমাজের শক্তি দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা দেশব্যাপী তারুণ্য উৎসব পালন করে আসছি এবং তরুণরা উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে উৎসবগুলোতে অংশগ্রহণ করছে।’

তারুণ্য উৎসব ২০২৫ সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘এই অনুষ্ঠানের লক্ষ্য হল আমাদের যুবসমাজকে সংগঠিত করা। এছাড়া আমরা আমাদের তরুণ সমাজের ক্ষমতা এবং শক্তিকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যের পূর্বে উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য উৎসবে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে ঢাবি তারুণ্য উৎসব ২৫ এর আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

ঢাবির তিন দিনব্যাপী তারুণ্য উৎসবের পর্দা আজ একটি কনসার্টের মাধ্যমে শেষ হবে। কনসার্টে গান গাইবেন জাতীয় পুরস্কার বিজয়ী ফারুক মাহফুজ আনাম জেমস। যিনি ‘নগরবাউল জেমস’ নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ২১:১৩:৪৫   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক-আইনি দায়িত্ব: নাহিদ
১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হোক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
এলডিসি গ্রাজুয়েশন পেছাতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা
ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ ৩ মাদক কারবারি আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ