বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

সিদ্ধিরগঞ্জে ট্রাকসহ অবৈধ ৭ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ট্রাকসহ অবৈধ ৭ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



সিদ্ধিরগঞ্জে ট্রাকসহ অবৈধ ৭ হাজার ৫০ কেজি পলিথিন জব্দ

সিদ্ধিরগঞ্জে এক অভিযানে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এক অভিযানের এ পরথিন জব্দ করা হয়। অভিযানে ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের মান্নানের ছেলে চালক এনামুল হক, একই জেলার সদর উপজেলার বেপারী বড় স্টেশন ক্লাব রোডের চালকের সহকারী মো. মাসুদ (১৯)।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন পাওয়া যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন পরিবহণের কোনো বৈধ অনুমতি ছিল না।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টি আই নাঈম সিদ্দিকী বলেন, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন পরিবহণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৯   ৫৮ বার পঠিত