তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



তোলারাম কলেজের অধ্যক্ষের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস-এর বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে তারা। পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী-বান্ধব প্রফেসর স্যারের বদলি আদেশ আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই স্যারের বদলি আদেশ বাতিল করা হোক এবং তিনি তোলারাম কলেজেই থাকুন। অতীতের অধ্যক্ষদের তুলনায় প্রফেসর বিমল চন্দ্র দাস আমাদের কলেজের শিক্ষা এবং শিক্ষার্থীদের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ৫ আগস্টের পর যে সংস্কার হয়েছে, তাতে স্যারের সরাসরি অবদান রয়েছে। স্যার শিক্ষা ও কলেজের উন্নয়নে কাজ করছেন, তাই আমরা ক্ষুব্ধ। এমন একজন স্যারের বদলি আদেশ কেন দেওয়া হয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এই ক্ষোভ থেকেই আমরা আজ বিক্ষোভ করেছি। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা পরবর্তী সময়ে আরও বড় বিক্ষোভ কর্মসূচি পালন করব।

এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, এর আগে আমাকে একবার বদলির আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেটি বাতিল হয়েছিল। এখন আবার একটি বদলি আদেশ এসেছে, কিন্তু কোনো কারণ বা তথ্য দেওয়া হয়নি। আজ আমার তোলারাম কলেজে শেষ কর্মদিবস। শিক্ষার্থীদের বলেছি যে এটি একটি সরকারি প্রক্রিয়া, বদলি হলে যেতে হয়। কলেজ ও শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করেছি, তাই হয়তো তারা আন্দোলন করছে।

স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত স্মারকলিপি দিয়েছে। আমরা চাই কলেজের পরিবেশ শান্তিপূর্ণভাবে চলুক এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকুক। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৬   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একটি দল আ.লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে: নাহিদ
দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম
ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা
নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস
খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কারো সঙ্গে আপস করেননি : আবুল কালাম
মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ
শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহাদী আমীন
হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি : মির্জা ফখরুল
নারীরা কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না : শফিকুর রহমান
সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে : তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ