রূপগঞ্জে আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত চার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত চার
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত চার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের ৩০০ ফুট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী আরভী আক্তার এবং ময়মনসিংহ সদর এলাকার আব্দুল করিমের ছেলে খাইরুল বাশার। আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালকসহ তিনজন যাত্রী, যাদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রাজধানীর কুড়িল থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা রূপগঞ্জের কাঞ্চনের উদ্দেশে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে লেংটার মাজার এলাকায় পৌঁছালে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকটি পেছন থেকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে পুলিশ রেডিমিক্স ট্রাকটি জব্দ করেছে এবং চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৬   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ