পরিবর্তনের সাথে আমাদের দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবর্তনের সাথে আমাদের দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে: ডিসি
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



পরিবর্তনের সাথে আমাদের দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তিত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে উঠতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ‘‘আমাদের যে সবচেয়ে বড় সম্পদ আছে, তা হচ্ছে ১৮ কোটি মানুষের দুটি করে হাত। এই সম্পদকে কাজে লাগাতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘আনসার বাহিনীর কার্যক্রম অনেক পরিবর্তিত হয়েছে। আগে তাদের শুধুমাত্র নির্বাচনের সময় ব্যালট বাক্স নিয়ে দেখা যেত, এখন তারা রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’’

তিনি উল্লেখ করেন, ‘‘এত বড় দায়িত্ব পালন করতে হলে আমাদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে, কারণ পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং মানুষের চাহিদা ও অপরাধের ধরনও বদলাচ্ছে।’’

এছাড়া তিনি আনসার বাহিনীর সদস্যদের প্রতি রাষ্ট্রের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং তাদের পোশাকের মর্যাদা রক্ষা করার কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়া ৭ ফিল্ড আর্টিলারী অধিনায়ক লে. কর্ণেল আরমিল রাজী, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং অন্যান্য আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
স্বাস্থ্যখাতে পরিবর্তনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আগামীতে সুফল পাওয়া যাবে : নূরজাহান বেগম
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি শুরু
‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মাননা পেলেন ডিসি জাহিদুল
তিতাস ও বাখরাবাদে উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রার ২টি গভীর গ্যাস অনুসন্ধান কূপ খননে চুক্তি স্বাক্ষর
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ