অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘হামেশা ফুড লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনারগাঁয়ের বারদী এলাকায় ‘হামেশা ফুড লিমিটেড’ নামে আসাদুলের একটি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ ও ঢাকার অর্থঋণ আদালতে দায়ের করা তিনটি মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকার বাসিন্দা। বিগত সরকারের সময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার, ব্যবসার নামে অর্থ আত্মসাৎ এবং পাওনাদারদের টাকা না দিয়ে হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনায় অন্তত তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

গত ৬ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার ‘তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলস’-এর কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন সোনারগাঁ থানায় অর্থ আত্মসাতের অভিযোগে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, হামেশা ফুডের সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন ছিল। ওই লেনদেনে আসাদুল অন্তত ১ কোটি ৬৫ লাখ টাকার মালামাল আত্মসাৎ করেন। টাকা ফেরত চাইতে গেলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাকে মারধর ও হুমকি দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা রাশেদুল হাসান খান বলেন, “আসাদুল খুবই চতুর প্রকৃতির। তার বিরুদ্ধে করা অন্যান্য অভিযোগও আমরা খতিয়ে দেখছি।”

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৩   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করতে হবে: আমীর খসরু
কালশীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার
শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি
বিএনপির নেতৃত্বে দেশে কর্মসংস্থান নিশ্চিত করা হবে : এ্যানি
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করার আহ্বান মাসুদুজ্জামানের
মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি
দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ