জামালপুরে বিয়ের দাবিতে বিধবার অনশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিয়ের দাবিতে বিধবার অনশন
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে বিয়ের দাবিতে বিধবার অনশন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়ীতে অনশন করছে রহিমা বেগম (৪৫) নামে দুই সন্তানের এক বিধবা নারী। অপরদিকে বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার খোকা মিয়ার মেয়ে এবং ডোয়াইল পূর্বপাড়া গ্রামের মৃত বদিউজ্জামান বদির স্ত্রী। সে এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী গত দুই বছর পূর্বে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। তার ছেলেমেয়ের মধ্যে মেয়েটি বিবাহিত এবং ছেলেটি ঢাকায় কর্মরত আছে।

এদিকে একই গ্রামের মৃত নছিমুদ্দিনের ছেলে কবজ আলী (৫৫) দুই সন্তানের জনক। তার স্ত্রী দীর্ঘ ৬ বৎসর পূর্বে মারা গেছে। এরপর তিনি আর বিয়ে করেননি। তার ছেলে মেয়ে উভয়ই বিবাহিত। তিনি বাড়ির পাশে বিয়াই জব্বার আলীর বাড়িতে বেড়াতে গিয়ে বিধবা রহিমার সাথে গোপনে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।

যার সূত্র ধরে শুক্রবার মধ্যরাতে বিধবার ঘরে ঢুকে কবজ আলী। আর এই দৃশ্যটি দেখে ফেলে এলাকার লোকজন। পরে তাদেরকে হাতেনাতে আটক করে। এদিকে কবজ আলীর ছেলে আবুল কালাম বিষয়টি জানতে পেয়ে রাতেই কিছু ভাড়াটিয়া লোকজন এনে তার বাবাকে জনতার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরের দিন সকালবেলায় বিধবা রহিমা বেগম নিজের ইজ্জত কলঙ্কের কথা চিন্তা করে কবজ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মজনু ও তুষার জানান, শুক্রবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে ধনবাড়ি মুরসুদ্দী মাজারে অনুষ্ঠিত ওরশ শরীফ দেখে বাড়িতে আসছিলাম। এমন সময় বিধবা রহিমার ঘরে কবজ আলীকে ঢুকতে দেখি। এই দেখে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি রাস্তায়। কিন্তু কবজ আলী বিধবা রহিমার ঘর হতে আর বের হচ্ছিল না। পরে আমরা বাড়ির ভিতরে গিয়ে ঘরের দরজা খুলতে বলি। পরে রহিমা বেগম দরজা খুলে দিলে ঘরের ভিতরে কবজ আলীকে দেখতে পাই। এ সময় তাদেরকে আটক করলে আশপাশের লোকজন হইচই শুনে ঘুম হতে আসে। পরে এ সংবাদ কবজ আলীর ছেলে আবুল কালাম জানতে পেয়ে উশৃংখল লোকজন জেনে তার বাবাকে জনতার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

ইউপি সদস্য আখতারুজ্জামান বলেন, নারী পুরুষ উভয়ই স্বামী-স্ত্রী হারা। তারা গোপনে দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমে জড়িয়ে অসামাজিক কাজ করে আসছিল। এলাকার লোকজন তাদের এ অপকর্ম হাতেনাতে ধরে ফেলে। তিনি আরো বলেন, এঘটনায় আটককৃত অভিযুক্তকে তার ছেলে রাতেই ছিনিয়ে নিয়ে গেছে। পরে বিধবা রহিমা বেগম নিজের কলঙ্ক ঢাকতে সকালবেলায় কবজ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছে। স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৬   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি গুরুতর অসুস্থ
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই - মৎস্য উপদেষ্টা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
জাতির জন্য কিছু করতে পারার তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার লক্ষ্য : সিইসি
ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূসেবার সফলতা - সিনিয়র সচিব
৮ দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ