ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের বিষয়ে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের বিষয়ে আলোচনা
বুধবার, ৫ মার্চ ২০২৫



ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের বিষয়ে আলোচনা

ঢাকা ও ইসলামাবাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। দেশ দুটির মধ্যে শেষ বৈঠক ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং ২০০৫ সালে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফররত অতিরিক্ত সচিব (এশিয়া প্রশান্ত মহাসাগরীয়) ইমরান আহমেদ সিদ্দিকী আজ বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার সময় এই আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে কায়রোতে ও ২০২৪ সালের সেপ্টেম্বরে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে।

তারা ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন।

বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার করার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

উভয় পক্ষই পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে এবং বাংলাদেশ থেকে পণ্য-নির্দিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়।

এ সময় পর্যটন,দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ,সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সার্ক, ওআইসি ও ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় সিদ্দিকীর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১১   ৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ