দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের ৯০টিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের দাবি করেছি।

তিনি আরও বলেন, আমরা মনে করি, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির ব্যবহার বন্ধ হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।

এ সময় বিগত ২০২৪ সালকে ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনের অংশ ছিল। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসেত আজাদ, মহাসচিব ড. আহমাদ আব্দুল কাদের, আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণঅধিকার পরিষদের রাশেদ খান, ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান, ইরান, ভুটান ও কসোভা কূটনৈতিক মিশনের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার শীর্ষ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩২   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লালমনিরহাটে ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : আসিফ আকবর
সুপার ওভারের থ্রিলারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে যা বললেন জোনায়েদ সাকি
ফতুল্লায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন-শিক্ষা সামগ্রী বিতরণ
রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
সোনারগাঁয়ে মান্নানের পক্ষে যুবদল নেতা মামুনের গণসংযোগ
আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান
ধানের শীষের জন্য গণজোয়ার অপেক্ষা করছে: মাসুদুজ্জামান
গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ