নারীর জন্য সমান অধিকার দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর জন্য সমান অধিকার দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি
শনিবার, ৮ মার্চ ২০২৫



নারীর জন্য সমান অধিকার দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি

নারী, মানবাধিকার ও উন্নয়ন সংস্থার ৬৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ সকল ক্ষেত্রে নারীর জন্য সমান অধিকার দাবি করেছে।

আজ শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। ‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন’ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা দেশব্যাপী সমান অধিকার, যথাযথ সম্মানের সাথে সুযোগ, সামাজিক ও লিঙ্গ বৈষম্যদূরীকরণ ও নারীর ক্ষমতায়নের জন্য ন্যায়বিচারের দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নারী অধিকার কর্মী নীলুফা বেগম বলেন, ‘আমাদের দেশে নারীরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। আমি নারীর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। জুলাইয়ের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

নীলুফার বেগম বলেন, ‘নারীদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কারণ তারা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে অবদান রাখছে।’

সভাপতির বক্তব্যে ড. ফৌজিয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নারীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন,‘এখান থেকে আমরা ঘোষণা করতে চাই যে,আমরা এই সামাজিক পরিবেশ পরিবর্তন করব এবং আমাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করব। আমরা কোনও নির্যাতন ও বৈষম্যের কাছে মাথা নত করব না।’

পরে তারা ১৪ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে; নারীর জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বৈষম্যবিরোধী আইন প্রণয়ন করা, নারী ও গৃহকর্মীদের গৃহস্থালির কাজের স্বীকৃতি প্রদান, জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি ও সংরক্ষিত আসনের জন্য সরাসরি নির্বাচন ব্যবস্থা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৯০ নম্বর ধারা বাস্তবায়ন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ বাস্তবায়ন, অভিবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০১৭ থেকে মেয়েদের বিবাহের বয়স সম্পর্কিত ধারা সংশোধন করা এবং নারীর জন্য সমান মজুরি নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৪   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়: আসিফ নজরুল
বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন
মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ,আব্দুস সালাম পিন্টু
জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ