আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা পুলিশ মানবতার সেবা করে থাকি। আমরা জনগণের সেবা করে থাকি। আমরা শান্তিপ্রিয় জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি।’

মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গীতে স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত গণইফতারের তৃতীয় দিনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের গণইফতার একটি মানবতার ও সেবামূলক কাজ। সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা সেবামূলক কাজে সব সময় পাশে থাকব।’

গাজীপুরের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর মহানগরের চারটি পয়েন্টে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে।
গাজীপুর শহরের পর এবার দ্বিতীয় ধাপে টঙ্গীতে গণইফতার চলছে।’

এই ধাপের গণইফতার চলবে আগামী শনিবার পর্যন্ত। এর আগে ২ মার্চ গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা ৮ মার্চ পর্যন্ত চলে। এরপর কোনাবাড়ী ও কাশিমপুরেও অনুরূপ গণইফতার চলবে।
সারা মাসে চারটি পয়েন্টে লক্ষাধিক মানুষ গণইফতারে শরিক হবেন বলে আশা করছেন আয়োজকরা।

রনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই প্রথম গাজীপুরে মাসব্যাপী গণইফতারের ব্যবস্থা করেছি।’ গণইফতারের আগে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও শহীদ জিয়াসহ সব শহীদ ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৭   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ,আব্দুস সালাম পিন্টু
জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ
ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে: ডিসি
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ