জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



জামালপুরে বিএনপি’র সমর্থককে পিটালো আঃ লীগ সমর্থকরা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে তরিকুল ইসলাম(৩২) নামে এক বিএনপি’র সমর্থককে পিটিয়ে আহত করেছে আঃ লীগ সমর্থকরা। শুক্রবার (১৪ মার্চ) বিকালে পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় এঘটনা ঘটেছে।

আহত তারিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলা কয়ড়া চর গোলাবাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে। সে দীর্ঘ ১৫ বছর যাবৎ সরিষাবাড়ীতেই বসবাস করে এবং পৌরসভার সাতপোয়া গ্রামের আবুল কালাম এর মেয়েকে বিবাহ করে এখানেই ঘরবাড়ি করে বসবাস করে আসছে। তরিকুল পেশায় একজন পিকআপ চালক এবং দলীয় ভাবে বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতপোয়া উদয়ন মোড় এলাকায় চাঁন মিয়া দোকানের সামনে বসে কয়েকজন মিলে রাজনৈতিক আলাপ আলোচনা করছিল। এমন সময় কথার কথায় দোকানদার চাঁনের ছেলে মমিনকে আগের দিন আর নাই এই কথা বললে মমিন তরিকুলের উপর উত্তেজিত হয় এবং একপর্যায়ে তরিকুলকে মমিন ও তার ভাই মুস্তাক দোকানের ঝাপের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বর্তমানে সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আহত তরিকুল বলেন, তাদের সাথে আমার টাকা-পয়সা জমিজমা নিয়ে কোন বিবাদ নেই। আমি শুধু বলেছি আগের দিন আর নেই, এ কথা বলার সাথে সাথে সে আমার উপর উত্তেজিত হয়ে দোকানে ঝাঁপের লাঠি দিয়ে আমাকে পিটিয়ে আমাকে আহত করে। আমার অপরাধ আমি বিএনপি’র পক্ষ নিয়ে কথা বলেছি কেন।

এ বিষয়ে অভিযুক্ত মমিন ও মোস্তাক কে না পেয়ে তার বাবা চাঁন মিয়া কে জিজ্ঞাস করলে তিনি বলেন, এখানে তেমন কিছুই হয়নি। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়েছে। এর চেয়ে বেশি কিছু হয়নি। এটি কোন রাজনৈতিক বিষয় নয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪০   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে: পুলিশপ্রধান
আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু
একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
ইন্দো-মালয়েশিয়ান মডেল চালু হলে বাংলাদেশিরা স্বল্প খরচে হজ করতে পারবেন : ধর্ম উপদেষ্টা
এখন আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু
ঢাকা ওয়াসা ভবনকে শতভাগ ধূমপানমুক্ত করার ঘোষণা
পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি ‘মুনাফেকি’: রিজভী
শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের শিকার: জরিপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ