৯০ দিনের বিচার ৯১ দিন হলেও মানব না : জামায়াত আমির

প্রথম পাতা » খুলনা » ৯০ দিনের বিচার ৯১ দিন হলেও মানব না : জামায়াত আমির
শনিবার, ১৫ মার্চ ২০২৫



৯০ দিনের বিচার ৯১ দিন হলেও মানব না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলেও আমরা মানব না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

শনিবার (১৫ মার্চ) সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে করে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামায়াতের আমির। সেখান থেকে সোনাইকুণ্ডী গোরস্তানে গিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন।

এরপর সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এসেছি আছিয়ার মা-বাবাকে সহানুভূতি জানাতে, এ পরিবারের দোয়া নিতে। আর এসেছি বুঝতে, কীভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো যায়। আমরা এ ঘটনার বিচারকার্য এবং রায় দ্রুত দেখতে চাই। এতে এই পরিবার ও বাংলাদেশের মানুষ খুশি হবে।’

তিনি আরো বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। সে জন্য ৯০ দিনই ঠিক আছে।’

এরপর জামায়াতের আমির জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে যান। যদিও তখন আছিয়ার মা বাড়িতে ছিলেন না। এ সময় আছিয়ার খালা বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারটি যেন ভালোভাবে চলতে পারে সে রকম একটা ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৩   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু
নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা
যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ