জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
শনিবার, ২২ মার্চ ২০২৫



জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা। আমাদের বাদ দিয়ে নির্বাচন করার অপচেষ্টা করা হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না।’

শনিবার (২২ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পাঁয়তারা চালানো হচ্ছে। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ করা হবে। যেকোনও ষড়যন্ত্র জীবন দিয়ে মোকাবিলা করবো।’

তিনি আরও বলেন, ‘আমাকে গ্রেফতার করা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা থেকে শুভাকাঙ্ক্ষী বলেছেন রংপুরে অবস্থান করতে। রংপুরে থাকলে তারা আমাকে গ্রেফতার করার সাহস পাবে না। যেভাবে এরশাদকে গ্রেফতার করার পর রংপুর অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল সেরকম আন্দোলন গড়ে উঠবে। তারপরও আমি গ্রেফতারে ভয় করি না। আমি জনগণের জন্য রাজনীতি করি। কোনও গ্রেফতার নির্যাতন করে আমাকে জনগণের চাওয়া-পাওয়ার আন্দোলন থেকে সরানো যাবে না।’

এর আগে জিএম কাদের দলের ইফতার মাহফিলে যোগ দিতে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। ইফতার মাহফিলপূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর মহানগর জাপার সভাপতি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৫   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন পিসিসিপি
নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোতে হবে যুবকদের: জেলা প্রশাসক
দরিদ্র দুই প্রমিলা ফুটবলারের পাশে দাড়ালেন ডিসি জাহিদুল
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
প্রশিক্ষণ নিলেন সরিষাবাড়ীর পাট চাষীরা
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ