দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। অনুগ্রহ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার কার্যক্রম পরিচালনা করবে।

আজ শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমানে অনেককে শেখ হাসিনার মতো ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে। শেখ হাসিনা বলতেন, ‘আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাহলে নির্বাচনের দরকার কী?’ এখন অন্তর্বর্তী সরকারও একই সুরে বলছে, ‘আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি।’ কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- সংস্কার করা আপনাদের দায়িত্ব নয়। আপনাদের মূল কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হয়, একে অপরকে ছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। দীর্ঘদিন পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। রাজনীতিতে এখন বড় পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশের গঠনে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে আমীর খসরু বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অভিযোগ ছিল আমি ঢাকায় বেশি সময় দিই। এজন্য আমি ঠিক করেছি আজকে কোনো ফরমাল প্রোগ্রাম করব না। আমি চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকা অবস্থা থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অন্তত ৪০ বছরের।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৩০   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা
শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট
শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন
দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ