বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ ভাই নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ ভাই নিহত
শনিবার, ২৯ মার্চ ২০২৫



বাস-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ ভাই নিহত

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত, এবং মো. নাদিম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থাকা মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ দিকে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহতদের মামা জানান, তারা মোট চার ভাই ছিল এক ভাই ছোটবেলা ডুবে মারা গেছে। এবং বাকি ছিল তিন ভাই তা-ও আজকে মারা গেল।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১২:০১:২০   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা : ভিপি জিতু, জিএস মাজহারুল
আগামীর লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুন মাহমুদের
রূপগঞ্জে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা হওয়া উচিত : প্রেসসচিব
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
দুর্গাপূজায় সব মণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা থাকবে: এসপি
শহরে আগামী বর্ষায় জলাবদ্ধতা হবে না: আশ্বাস নাসিক প্রশাসকের
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ