জমজমাট ঈদ পুনর্মিলনী : উৎসবের আমেজে মুখর বিএমইউ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমজমাট ঈদ পুনর্মিলনী : উৎসবের আমেজে মুখর বিএমইউ
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



জমজমাট ঈদ পুনর্মিলনী : উৎসবের আমেজে মুখর বিএমইউ

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে উপাচার্য থেকে শুরু করে চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষক, রেসিডেন্ট, নার্স ও কর্মচারীরা একত্রে মিলিত হন।

শনিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে বিভিন্ন আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, রেসিডেন্ট, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সদস্যরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের পর এমন আনন্দঘন আয়োজন বিএমইউ পরিবারে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করেছে বলে জানিয়েছেন উপস্থিত অনেকেই।

বিএমইউ কর্তৃপক্ষ জানায়, সবাইকে নিয়ে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী রূপ নেয় অন্যরকম এক মিলনমেলায়, যেখানে পদ-পদবি ভুলে একে অন্যকে আলিঙ্গন করেছেন। এছাড়াও অনুষ্ঠানজুড়ে পারস্পরিক আলাপ-আলোচনা, শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় ছাড়াও ছিলো নানা আয়োজন —যা অনুষ্ঠানে সম্প্রীতির এক অনন্য আবহ তৈরি করে।

এসব আয়োজনে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, এনডিএফ’র বিএমইউ শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সহকারী প্রক্টর ডা. মো. শাহরিয়ার শামস লস্কর, উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের একান্ত সচিবরা।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৬   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
রাজনৈতিক দলগুলোর অনৈক্যে, অনিবার্যভাবে ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ : এবি পার্টি
নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি
শহীদের ঋণ শোধ করতে হবে: জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ