বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমানদের মিলনমেলায় এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, ড. মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল হক বলেন, বগুড়া জেলার ৭ আসনের বিপরীতে ৭ জনকে আগামী জাতীয় সংসদ
নির্বাচনের জন্য চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জন্য কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জন্য সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ (শেরপুর -ধুনট) আসনে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর) আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রাব্বানী।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৯   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সরিষাবাড়ীতে শ্রদ্ধাঞ্জলি
সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ময়মনসিংহ রেঞ্জে দুই পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন, সরিষাবাড়ীর গৌরব
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক
জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ৭
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ