জামালপুরে সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে দুদকের অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে দুদকের অভিযান
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



জামালপুরে সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে দুদকের অভিযান

জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির তথ্য অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন(দুদক)। এ তথ্যটি কালবেলা কে নিশ্চিত করেছেন সাব-রেজিস্টার কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন আহমেদ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনজন দলিল লেখক এর বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকেও খোঁজাখুঁজি করেন তাঁরা।

সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, মূলত সাব-রেজিস্ট্রারের অফিসের দলিল রেজিষ্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানা অনিয়ম এবং দুর্নীতির তথ্য অনুসন্ধানে তাঁরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট তিন সদস্যের একটি টিম অফিসে ঢুকে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন। পরে তারা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং রেকর্ডপত্র দেখেন। এছাড়াও গত একমাসে কতগুলো দলিল হয়েছে তার তথ্যসহ সেবা গ্রহীতাদের তথ্য চান তাঁরা।

অভিযানটি জামালপুর দুর্নীতি দমন কমিশন সম্বলিত কার্যালয়ের তিনজন উপপরির্দশক সিভিলে এসে এই অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে সাব-রেজিস্টার কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে ৩৫টি সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান পরিচালনা করবে। এই ধারাবাহিকতায় আজ জামালপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয় হতে তিনজন উপপরিদর্শক সাব রেজিস্টার অফিসে অভিযান পরিচালনা করেন।
তারা দলিল রেজিস্ট্রেশনের ফিস আদায়ের তালিকা সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলেন এবং তথ্য চেয়েছেন। তাদেরকে আমরা কিছু তথ্য দিয়েছি বাকি তথ্যগুলো দুদক অফিসে পাঠাবো।

তিনি আরো বলেন, ‘সরিষাবাড়ী সাব-রেজিস্টার অফিসে কোন প্রকার দুর্নীতি, ঘুষ, বাণিজ্য ও অনিয়মের প্রশ্রয় নেই। যে কোনো সেবাগ্রহীতা দলিল ও জমি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এই জন্য আমার দ্বার উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ২০:৩০:০০   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ