সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় জিয়া দেওয়ান (৪০) নামে একজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে সাভারস্হ ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মো. শাহীনুর কবির।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যমতে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানের কলা গাছের নিচে পলিথিনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ইউএসএ’র তৈরি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মো. জিয়া দেওয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী। গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কার্টন ফ্যাক্টরি এসএএস’র ওয়েস্টিজ ব্যবসাকে কেন্দ্র করে জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় জিয়া দেওয়ান নিজের আধিপত্য জানান দিতে পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর থেকে পুলিশ প্রশাসন সোচ্চার হয়। সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতার ১৯ এপ্রিল বিকেলে গাজীপুর থেকে তাকে আটকের পর, তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার জিরাবো থেকে মেড ইন ইউএসএর তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি খোসা উদ্ধার করা হয়।

জিয়া দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সময় সংবাদ সম্মলনে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৯   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ