শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন : সমাজকল্যাণ উপদেষ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন : সমাজকল্যাণ উপদেষ্টা

শিক্ষায় পশ্চাৎপদতার কারণে গৃহকর্মীরা কর্মক্ষেত্রে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নীতি সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপের তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ২৫ লাখ। এর মধ্যে ৯০ শতাংশ নারী। এই ৯০ শতাংশ নারীর মধ্যে ৮০ শতাংশ শিশু রয়েছে, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে গৃহকর্মীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না বলে মনে করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সবাইকে স্কুলে পাঠাতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ১৮ বছরের নিচে প্রতিটি শিশুকে স্কুলে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দিতে হবে, যাতে তারা শিক্ষিত হয়ে উঠতে পারে এবং পরবর্তীতে ট্রেনিং নিয়ে দেশের ইন্ডাস্ট্রিগুলোতে ও বিদেশেও বেশি বেতনের রোজগার করার সুযোগ সৃষ্টি করতে পারবে। ফলে তারা নিজেকে এবং পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবে।

গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে নীতি সংলাপ অনুষ্ঠানে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নারী বিষয়ক সংস্কার কমিশনের কমিশন প্রধান ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম, অক্সফাম ইন বাংলাদেশ-এর প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন এবং গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ ছিলেন।

বক্তারা বলেন, গৃহশ্রমিক কল্যাণ নীতি-২০১৫ যথাযথ বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় গৃহশ্রমিকদের সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। পেশা হিসেবে গৃহকর্মের কোনো সামাজিক মর্যাদা নেই। বেশিরভাগ গৃহকর্মী এবং নিয়োগকারী গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ সম্পর্কে অবগত নন। গৃহকর্মীরা শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্ত নন বিধায় গৃহকর্মীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না।

গৃহকর্মীদের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮:৩১:২৩   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ