উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
শুক্রবার, ২ মে ২০২৫



উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, উন্নয়ন প্রকল্পের জন্য অর্থছাড় অবশ্যই দরকার, কিন্তু প্রকল্পের কাজের গুনগত মান নিশ্চিত হচ্ছে কিনা সে বিষয়টি আমাদের মূল ফোকাস হওয়া উচিত।

আজ কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃব্য দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বিশেষ সহকারী বলেন, আমরা জানি সরকারি কাজে অর্থছাড় হয়ে যায়, কিন্তু কাজ শেষ হয় না, এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। অফিসে বসে প্রকল্প সম্পর্কে খোঁজখবর না নিয়ে প্রয়োজনে প্রকল্প এলাকায় যেতে হবে। প্রকল্পের ভৌত অবস্থা নিয়মিত যাচাই করতে হবে। ঠিকাদারদের সব সময় পর্যবেক্ষণে রাখতে হবে। এগুলো না করলে কোন পরিবর্তন হবে না। সরকারি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ আছে ওভার এস্টিমেশন হয়, ইচ্ছাকৃত সময় ক্ষেপণ হয়, ফলশ্রুতিতে সরকারের ব্যয় বাড়ে, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভূমির উপরিভাগের টপসয়েল তৈরি হতে ২৫ থেকে ৩০ বছর সময় লাগে, এই মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। টহল জোরদারের মাধ্যমে এই মাটিকাটা বন্ধ করতে হবে। টপসয়েল নষ্টকারী এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য আপনাদের উপর কোন পলিটিক্যাল চাপ আসলে সরকার আপনাদের প্রটেক্ট করবে। সরকারের দিক থেকে আপনাদের উপর কোন চাপ আসবে না। সরকারি কর্মকর্তাদের নৈতিক যেকোনো পদক্ষেপে সরকার সমর্থন দেবে। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজট নিরসনেরও নির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় একটি করে পার্ক হবে। উপজেলায় যে পুকুর বা দীঘী আছে তার পাড় সংরক্ষণ করে সেখানে সুন্দর পরিবেশ তৈরি করুন, যাতে পরিবারগুলো বেড়াতে যেতে পারে। সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্ব স্ব থানা টহলের ব্যবস্থা করবে বলেও তিনি মন্তব্য করেন।

কুমিল্লার স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও মহাসড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, বিএডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বিসিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর কর্মকর্তারা সভায় তাদের প্রকল্পের অগ্রগতি এবং সমস্যা নিয়ে আলোচনা করেন।

কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে জেলার সকল সরকারি অফিসের প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪০   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন : তারেক রহমান
প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ
আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন - সুপ্রদীপ চাকমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ