বুধবার, ৭ মে ২০২৫

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
বুধবার, ৭ মে ২০২৫



সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

সোনারগাঁয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, একই এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৩০)।

গণমাধ্যমে ভুক্তভোগীর মা জানায়, ফারুক দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে সেই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। গত ১২ এপ্রিল সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক ফারুক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানায়, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৮:০০   ২২০ বার পঠিত