“সবুজে ঘেরা না.গঞ্জ, বিশ্বসেরা প্রাচ্যের ডান্ডি” প্রত্যয়ে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » “সবুজে ঘেরা না.গঞ্জ, বিশ্বসেরা প্রাচ্যের ডান্ডি” প্রত্যয়ে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির উদ্বোধন
শনিবার, ১০ মে ২০২৫



“সবুজে ঘেরা না.গঞ্জ, বিশ্বসেরা প্রাচ্যের ডান্ডি” প্রত্যয়ে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির উদ্বোধন

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা” এই দৃঢ় প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জে আজ জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বহুল প্রতীক্ষিত “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি। ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই মহতী কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক এবং সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী ও সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যা নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা ও উদ্দীপনা সৃষ্টি করে। র‍্যালি শেষে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি গভীর ভালোবাসার বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

একই সময়ে, জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়। এই ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিটিকে একটি ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগে পরিণত করেছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে একটি সময়োপযোগী এবং সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি নদী রক্ষার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার মহোদয় কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী এই কর্মসূচির শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির এই শুভ সূচনা নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য আধুনিক শহরে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই উদ্যোগ জেলার পরিবেশগত উন্নয়ন ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৫   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস - সমাজকল্যাণ উপদেষ্টা
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে জশনে জুলুস
দেশ ও মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে: গিয়াসউদ্দিন
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই - ডিসি
জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর
জাতির সেবায় সদাপ্রস্তুত আনসার-ভিডিপি সদস্যরা: মহাপরিচালক
নতুন বিশ্বব্যবস্থা কেমন হবে, চীন যে বার্তা দিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ