দিনাজপুরে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’
বুধবার, ১৪ মে ২০২৫



দিনাজপুরে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’

তারুণ্যের উৎসব উদযাপনে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আজ দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে মেলার উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ .কে .এম. আল আব্দুল্লাহ। মেলা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল্লাহ বলেন, সুন্দর ও সুখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা ও ছাত্র-ছাত্রীদের অবদান অনস্বীকার্য। তিনি, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে সরকারি কলেজের শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করার জন্য উৎসাহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সরকারি কলেজের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তারুণ্যের উৎসব বাস্তবায়নে আরো অধিক সক্ষমতা যেন অর্জন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

খাদ্য উৎসব মেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, মেলা উদযাপন কমিটির সদস্য ড. মো. বাবুল হোসেন, শিক্ষার্থী মোহাম্মদ মোবারক আলী, মোহাম্মদ আলী ও সুজন হোসেন।

সকালে কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন- প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তারুণ্য উৎসব বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:১২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না : পরিবেশ উপদেষ্টা
দিনাজপুরে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’
চিফ প্রসিকিউটরের সঙ্গে মার্কিন সংস্থার দুই কর্মকর্তার সাক্ষাৎ
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাকে ডি লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
পুলিশের বাধার পর বৃষ্টি, কাকরাইল ছাড়েননি জগন্নাথের শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
মারা গেছেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট
মারা গেছেন অস্কারজয়ী নির্মাতা রবার্ট বেন্টন
মিষ্টি জান্নাতের নাচ দেখে জায়েদ খানের সঙ্গে তুলনা!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ