পোশাকে নিষেধাজ্ঞা, আরও কী কী নিষিদ্ধ হলো কান উৎসবে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোশাকে নিষেধাজ্ঞা, আরও কী কী নিষিদ্ধ হলো কান উৎসবে?
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



পোশাকে নিষেধাজ্ঞা, আরও কী কী নিষিদ্ধ হলো কান উৎসবে?

প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় চোখ থাকে তারকা ও দর্শকদের। এখানেই নিত্য নতুন ডিজাইন আর অভিনব পোশাক পরে হাজির হন তারকারা। তবে ফ্যাশন আর চলচ্চিত্রের এ উৎসবে এবার পোশাকসহ বেশ কয়েকটি বিষয়ে লাগাম টেনেছে কান কর্তৃপক্ষ।

চলতি বছর উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইনের সাথে সঙ্গতি রেখে কান কর্তৃপক্ষ উৎসবের একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে পোশাকে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত দৈর্ঘ্য’ সম্পূর্ণ নিষিদ্ধ।

বিবৃতিতে লেখা, ‘এ বছর, কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে। পোশাক নিয়ন্ত্রণের জন্য নয়, বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইন অনুসারে লাল গালিচায় পূর্ণ নগ্নতাকে এড়িয়ে চলাই এর লক্ষ্য।

এতে আরও লেখা, ‘যাদের পোশাক অন্যান্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে বা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তোলে তাদের প্রবেশাধিকারে বাধা দেয়ার অধিকার তাদের রয়েছে। কারণ দীর্ঘ লম্বা এবং অতিরিক্ত প্রশস্ত পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে।

কানের নতুন বিবৃতি অনুযায়ী, শুধু পোশাকেই নিষেধাজ্ঞা নয়, গালা স্ক্রিনিং চলাকালীন ব্যাকপ্যাক এবং বড় ব্যাগও নিষিদ্ধ করেছে কান কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০২২ সালে কানের লালগালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়া, ইদানিং অতি স্বচ্ছ কাপড়ের পোশাক পরে তারকারা তাদের শরীরের পুরো অবয়ব স্পষ্ট করার যে ট্রেন্ড শুরু করেছেন তাতে লাগাম টানতেই চলতি বছর এমন নতুন সিদ্ধান্ত নিয়েছে কান কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৭   ৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
বাংলাদেশ রেলওয়ের সেবা ও সুরক্ষায় সাহসিকতা ও অবদানের স্বীকৃতি পেলেন তিন রেল কর্মী
সরিষাবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে: উপদেষ্টা ফারুকী
গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য ৪ ধরনের পরিণতি হয়েছে: গুম কমিশন সভাপতি
ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ
মাদকাসক্ত ছেলেকে মেরে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা, বলছে পুলিশ
স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে: মঈন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ