
জধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ এলাকায় ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে আয়োজিত এই বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বহিরাগতরা যোগ দিয়েছেন। এ নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ছাত্রদল তাদের বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করছে। ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ এসব স্লোগানও দিচ্ছেন তারা। এছাড়াও ‘খুনি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতেও শোনা যায় সরকারি বাংলা কলেজের ছাত্রদল নেতাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটি ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগত এনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, “যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্নিহিত স্পন্দন—এই ক্যাম্পাসের হৃদয়ের স্ফুলিঙ্গকে ধরতে আপনাদের ব্যর্থতা পরিষ্কার।”
আরেকজন শিক্ষার্থী লিখেছেন, “যে বহিরাগতদের কারণে সাম্য ভাই খুন হলো, সেই বহিরাগতদের ক্যাম্পাসে এনে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদ করছে—বাহ!”
বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৬ ৭ বার পঠিত