‎দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‎দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য
শুক্রবার, ১৬ মে ২০২৫



‎দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না, এটা তাদের ভুল ধারণা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই এ দেশের নাগরিক। জামায়াতে ইসলামী অন্য কোনো ধর্মের ওপর জুলুম করে না বরং তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। জামায়াতে ইসলামী সম্প্রীতির সমাজ চায়।

‎শুক্রবার (১৬ মে) সকালে শহরের আল্লামা সাইদী ফাউন্ডেশন সভাকক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে যদি নিরাপত্তা দিতে হয়, যদি স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হয়, তাহলে আমাদের সকলের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। বিভাজন-বিভক্তির রাজনীতি নয়। গত ৫৩ বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ ও তাদের দোসর পর্যায়ের যেসব দল আছে তারা মৌলবাদ, ধর্মান্ধতা, জঙ্গি এ জাতীয় কিছু তকমা দিয়ে এ দেশের ইসলাম প্রিয় জনতা, আলেম-ওলামা এবং ইসলামী শক্তিকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছে। এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়েছে। আর তারাই এখন পালিয়ে রয়েছে।

‎পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৪   ১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পর্তুগালে নির্বাচনী প্রচার শেষ, এগিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
‎দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য
২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজপথে গণসংহতি আন্দোলন
দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় : রইছ উদ্দিন
ছাত্রদল নেতা হত্যা ও উপদেষ্টার মাথায় বোতল মারা চক্রান্তের অংশ : এ্যানি
জাতীয় সংগীত গেয়ে ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ কর্মসূচি শুরু
জীবন কেড়ে নিলেও মুসলিমরা মাথা নত করবে না: মাওলানা ফজলুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ