২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

প্রথম পাতা » খেলাধুলা » ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
শুক্রবার, ১৬ মে ২০২৫



২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। এস্পানিওলকে হারিয়ে ২৮তম লা লিগা শিরোপা জয় করলো ইয়ামালরা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। কিন্তু দ্বিতীয়ার্ধে কাতালানদের চিরচেনা ছন্দে ফেরান তিনি। পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা ঘরে তুলে রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে শিরোপা পুরুদ্ধার করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। ১৭ বছরের স্পেনীয় ফুটবলার ডান প্রান্ত থেকে ভিতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এমন জায়গা দিয়ে বলটি গোলে ঢোকে যে গোলরক্ষকের পক্ষে সেখানে পৌঁছোনো সম্ভব হয়নি। এস্পানিওলের পক্ষে সেই গোল শোধ করা সম্ভব হয়নি।

ম্যাচে ৫৩ মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় গোলটি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৯৫ মিনিটের মাথায় গোল করেন ফার্মিন লোপেজ। ২-০ গোলে জিততেই ২৮তম বার লিগ জিতে বার্সেলোনা। গত ছ’বছরে দু’বার লিগ জিতেছে তারা।

কোচ হ্যান্সি ফ্লিক বলেন, “এখন আনন্দ করার সময়। আমরা প্রতি ম্যাচ থেকে শিখতে চাই। এটা আমাদের জিনে আছে। খেলোয়াড়দের থেকে এটাই চাই আমি। প্রতি ম্যাচে ওরা উন্নতি করুক। খিদেটা থাকা জরুরি।”

এই মৌসুমে তিনটি ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। লা লিগা জয়ের আগে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারায় তারা। এই মৌসুমে কোপা দেল রেও জিতে বার্সেলোনা। সেখানেও ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১২   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ মার্টিনেজ
আগামী ৫ ডিসেম্বর ঢাকায় খেলতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনা দল
ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!
মায়ামি শহরের চাবি পেলেন মেসি
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ