সোমবার, ১৯ মে ২০২৫

ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক
সোমবার, ১৯ মে ২০২৫



ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, রোববার বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় তারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলেন।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫১   ১২ বার পঠিত