তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, অপতথ্য মোকাবিলা করে তথ্যসেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের যেমন স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তাদের একইরকম অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সর্বক্ষেত্রে তরুণদের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তারুণ্যের উৎসব বিষয়ে তথ্য অধিদফতর ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে নিজামূল কবীর জানান।
সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আজ ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান তথ্য অফিসার সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষাকে তারুণ্যের দৃষ্টিতে দেখলে সফলতা আসবে এবং আমরা এগিয়ে যাব। তারুণ্যের অগ্রযাত্রা বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ক তথ্য অধিদফতরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান।
তথ্য অধিদফতরের কর্মপরিকল্পনা অনুযায়ী সদর দফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহ ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করবে। এসব ক্ষেত্রে তরুণদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তারুণ্যের অগ্রযাত্রা-বিষয়ক ফিচার ও নিবন্ধ প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ তথ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৯ ১৭ বার পঠিত