
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালু মহলের আধিপত্য বিস্তারকেকে কেন্দ্র করে বালু উত্তোলনকারী শ্রমিকদের উপর গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। এতে সাতজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে পদ্মা নদীর সাড়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শ্রমিকরা হলেন- চপন সরদার, রিপন, রাসেল, সৈকত, সেলিম, লালু ও সানাউল্লাহ। এদের মধ্যে কে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ছয়জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাড়াঘাট এলাকায় বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক টনি বিশ্বাস ও নাটোরের লালপুর এলাকার বালু ব্যবসায়ী কাকনের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে টনি বিশ্বাসের লোকজন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সাড়াঘাট এলাকায় বালু উত্তোলন করছিলেন।
এ সময় কয়েকটি নৌকায় দুর্বৃত্তরা এসে বালু উত্তোলনকারীদের লক্ষ্যকরে গুলিবর্ষণ করে। এতে সাতজন শ্রমিক গুলিবিদ্ধ হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বালু উত্তোলনকারী টনি বিশ্বাসের দাবি, তিনি সরকারি অনুমোদন নিয়ে বালু উত্তোলন করছেন।
এ বিষয়ে লক্ষিকুন্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরাম মাহমুদ তুহিন বলেন, ‘একদল নৌকাবাহী সন্ত্রাসীরা এসে টনি বিশ্বাসের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে এটা এখনো বোঝা যায়নি। নদীতে পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৬ ৬ বার পঠিত