বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই

দেশে সফলভাবে বৈদ্যুতিক বাইক (ই-বাইক) বাজারজাতকরণের জন্য রাষ্ট্রায়ত্ত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এবং চীনা বৈদ্যুতিক স্কুটার এবং বাইক প্রস্তুতকারক ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামানের উপস্থিতিতে নগরীর বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড আগামী আগস্ট থেকে সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে চীনের জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার এবং বাইক প্রস্তুতকারক ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের ই-বাইক বাজারজাত করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং বিএসইসি’র চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান এবং বিএসইসি এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের পরিচালক (আন্তর্জাতিক বিভাগ) ড্যানিয়েল ইউ এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪২   ১০ বার পঠিত